ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ কোভিট -১৯ এ আ;ক্রান্ত হয়েছেন। গত রোববার তেইশ জানুয়ারী তার স্বামী চিত্রনায়ক নাঈম খবরটি নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তাদের উভয়ের নাম দিয়ে ফেসবুক পেজে এ খবরটি জানিয়ে দেওয়া হয় সবাইকে। নাঈম লিখেছিলেন, ‘শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
শাবনাজ এখন বাসায় সবার থেকে আলাদা আছে। শাবনাজের জ্বর ছিল।
তাই তখনই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে বাসায় চিকিৎসা নিচ্ছে।
আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন, আমিন।’
তবে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় গতকাল সোমবার (২৪ জানুয়ারি) তাকে বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ দিনে দুইবার করোনা পরীক্ষা করানো হয়েছিল শাবনাজের। প্রথমে নেগেটিভ ফল এলেও দ্বিতীয়বার পজিটিভ ফল আসে বলে জানান চিত্রনায়ক নাঈম।
তবে আপাতত ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিক ভাবেই নিশ্বাস নিচ্ছেন শাবনাজ। ডাক্তারের পরামর্শেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর অতি অল্প সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক নাঈম।